এএফসি চ্যালেঞ্জ লিগ
টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
Published : 01 Nov 2024, 11:55 PM
হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারল না বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায়ঘণ্টা বেজে যাওয়া দলটির শেষ ম্যাচেও সঙ্গী হলো পরাজয়।
ভুটানে চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘এ’ গ্রুপের ম্যাচগুলো। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে পারো এফসির বিপক্ষে ২-১ গোলে হারে কিংস।
নেজমেহ এফসির বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে তারা ভারতের দল ইস্ট বেঙ্গলের বিপক্ষে খড়কুঁটোর মতো উড়ে যায় ৪-০ ব্যবধানে।
বর্তমানে ইস্ট বেঙ্গলের কোচের দায়িত্বে আছেন অস্কার ব্রুসন। এই স্প্যানিশ কোচ কিংসের দায়িত্ব ছেড়ে হাল ধরেছেন ভারতের দলটির।
ভুটানের দল পারো এফসির বিপক্ষে অবশ্য কিংসের শুরুটা ছিল আশা জাগানিয়া। দ্বাদশ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ভালেরি রিশিন এগিয়ে নেন দলকে।
২৪তম মিনিটে নেমা ওয়াংডি সমতায় ফেরান পারো এফসিকে। এরপর ৫৪তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন জশুর জুমায়েভ; এই আত্মঘাতী গোল পরে আর শোধ করতে পারেনি কিংস।
নেজমেহর বিপক্ষে ম্যাচে তারা হেরেছিল সাদউদ্দিনের আত্মঘাতী গোলে। পারোর বিপক্ষেও সেই একই তেতো অভিজ্ঞতা হলো কিংসের।