ইউনাইটেড ম্যাচে অধিনায়ককে নিয়ে অনিশ্চয়তায় বার্সা

স্প্যানিশ গণমাধ্যমের খবর, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে সের্হিও বুসকেতসকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 12:38 PM
Updated : 6 Feb 2023, 12:38 PM

গোড়ালির গাঁটে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন সের্হিও বুসকেতস। ফলে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বার্সেলোনার এই ডিফেন্সিভ মিডফিল্ডারের খেলার বিষয়টি অনিশ্চয়তায় পড়ে গেছে। 

লা লিগায় রোববার সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এই চোট পান বুসকেতস। ম্যাচের পঞ্চম মিনিটে প্রতিপক্ষের ট্যাকলে আঘাত পান বার্সেলোনা অধিনায়ক। শুরুতে মাঠেই কিছুক্ষণ চিকিৎসা দেওয়া হয়। কিন্তু লাভ হয়নি। খুঁড়িয়ে মাঠ ছাড়েন ৩৪ বছর বয়সী ফুটবলার।

কাতালান ক্লাবটি সোমবার বিবৃতিতে জানায়, বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন বুসকেতস। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে, সে বিষয়ে কিছু বলেনি তারা। 

স্পেনের ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম এএস তাদের প্রতিবেদনে জানিয়েছে, বুসকেতসের ফিরতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। আগামী রোববার লিগ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 

ইউরোপা লিগের নকআউট রাউন্ড নিশ্চিত করার প্লে-অফের পর্বের প্রথম লেগে আগামী ১৬ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দল ইউনাটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচেও বুসকেতস খেলতে পারবেন কি-না, নিশ্চিত নয়। 

চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার ২০টি লিগ ম্যাচের দুটি বাদে সবকটিতেই খেলেছেন বুসকেতস। 

লা লিগায় ১৭ জয় ও দুই ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।