ইংলিশ ফুটবল
আর্না স্লটের মতে, তার বেঞ্চের খেলোয়াড়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
Published : 15 Jan 2025, 05:12 PM
লিভারপুলের ছন্দময় পথচলায় হঠাৎ করেই যেন একটু বিরূপ হাওয়া বইতে শুরু করেছে। প্রিমিয়ার লিগে টানা দুটি ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। সবশেষ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে কোনোমতে হার এড়ানোর পর দলটির শক্তি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তাহলে চলতি দলবদলে কি নতুন খেলোয়াড় দলে টানবে ক্লাবটি? কোচ আর্না স্লট এর কোনো প্রয়োজনীয়তা দেখছেন না।
নটিংহ্যামের মাঠে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটির শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। অষ্টম মিনিটে দারুণ এক গোলে স্বাগতিকদের উল্লাসে মাতান ক্রিস উড। সাদামাটা পারফরম্যান্সে প্রথমার্ধে গোলটি শোধ করার মতো কিছুই করতে পারেনি স্লটের দল।
দ্বিতীয়ার্ধে লিভারপুলের ত্রাতা হয়ে আসেন দিয়োগো জোটা। ৬৬তম মিনিটে বদলি নামার ২২ সেকেন্ড পরই দলকে সমতায় ফেরান পর্তুগিজ ফরোয়ার্ড। তার আগের মিনিটে বদলি নামা কস্তাস সিমিকাসের কর্নারে হেডে গোলটি করেন জটা।
জটার ২২ সেকেন্ডের গোল প্রিমিয়ার লিগে লিভারপুলের বদলি খেলোয়াড়ের দ্রুততম গোলের রেকর্ড। এরপর জালের দেখা পায়নি কোনো দলই। ১-১ ড্রয়ে শেষ হয় লড়াই।
ম্যাচ শেষে স্লটের সংবাদ সম্মেলন ওঠে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় কেনার প্রসঙ্গ। ডাচ কোচ বলেন, বেঞ্চের খেলোয়াড় দিয়েই ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে তার দল। তাই নতুন ফুটবলার দলে আনার কথা ভাবছেন না তিনি।
“আমার মনে হয় আজও আপনারা দেখেছেন, বেঞ্চ থেকে বদলি খেলোয়াড় নামিয়ে আমি এখনও দলকে শক্তিশালী করতে পারি কিংবা ম্যাচে প্রভাব ফেলতে পারি। আর চলতি মৌসুমে বদলি খেলোয়াড়রা এবারই প্রথম আমাদের সাহায্য করল না। আজকের খেলার বিবেচনায়, এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। বিরতির সময় তাদের বলেছিলাম, হতাশ না হতে।”
“আমাদের যে বিকল্প খেলোয়াড় আছে, আমি জানতাম তাদের দিয়ে আমরা সুযোগ তৈরি করতে পারব। শেষ দিকে একের পর এক সুযোগ তৈরি করেছি এবং জিততেও পারতাম।”
মৌসুমে দুর্দান্ত শুরুর পর হঠাৎই যেন পথ হারিয়ে ফেলেছে লিভারপুল। ২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের মধ্যে তাদের জয় কেবল একটি; ড্র দুটি, হার একটি।
লিগে পরপর দুই ম্যাচে হোঁচট খেলেও ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ‘অল রেড’ নামে পরিচিত দলটি।