ভিডিও অ্যাসিসটেন্ট রেফারিকে ‘ম্যান অব দা ম্যাচ’ ঘোষণা দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন ফেনেরবাচের পর্তুগিজ কোচ।
Published : 09 Nov 2024, 07:56 PM
ত্রাবজোন্সপোরের বিপক্ষে জয়ের পর ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সমালোচনা করার ঘটনায় শাস্তি পেয়েছেন জোসে মরিনিয়ো। ফেনেরবাচের এই পর্তুগিজ কোচকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)। পাশাপাশি বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে তাকে।
তুরস্কের ঘরোয়া প্রতিযোগিতা সুপার লিগের ম্যাচে গত রোববার ত্রাবজোন্সপোরের বিপক্ষে ৩-২ গোলে জেতে ফেনেরবাচে। দুটি গোলই পেনাল্টি থেকে করে প্রতিপক্ষ। সিদ্ধান্ত দুটি আসে ভিএআর আতিল্লা কারাওলানের মাধ্যমে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিএআরের সৌজন্যে ৮ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি পায় ত্রাবজোন্সপোর। দুটিতেই গোল করে ২-২ সমতা ফেরায় তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে ডি-বক্সে ত্রাবজোন্সপোরের ব্রাইট-ওসায়ি স্যামুয়েলের করা একটি চ্যালেঞ্জে কোনো শাস্তি দেননি রেফারি।
ফেনেরবাচের পক্ষে সিদ্ধান্তটি না আসায় ক্ষুব্ধ মরিনিয়ো ম্যাচ শেষে বলেন, ওই সময় বোধহয় কফি পান করছিলেন ভিএআর, তাই ঘটনাটি তিনি দেখেননি। ম্যাচ সেরার পুরস্কার ভিএআরকে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তুর্কি লিগকে ‘দুর্গন্ধ’ মন্তব্য করে মরিনিয়ো বলেন, বিদেশি দর্শকদের এই লিগ দেখার কোনো কারণ নেই।
টিএফএফ এক বিবৃতিতে বলেছে, মরিনিয়োর মন্তব্য “খেলোয়াড়, ক্রীড়া নীতি বা ফেয়ার-প্লে পরিপন্থী।”
ফেনেরবাচে কোচের মন্তব্য “টিএফএফের সুনাম নষ্ট করা, তুর্কি ফুটবলের মানহানি করা, রেফারি ও অন্যান্য প্রতিযোগিতার ম্যাচ অফিসিয়ালদের নিরপেক্ষতাকে অসম্মান করার উদ্দেশ্যে” করা বলেও উল্লেখ করে লিগ কর্তৃপক্ষ।
ক্রীড়া পরিপন্থী আচরণের জন্য ৬১ বছর বয়সী মরিনিয়োকে ৬ লাখ তুর্কি লিরা (১৮ হাজার মার্কিন ডলার) ও প্রতিপক্ষ দলের সমর্থকদের প্রতি তার (আপত্তিকর) আচরণের জন্য সাড়ে ৫৮ হাজার তুর্কি লিরা জরিমানা করা হয়েছে।
চাঁচাছোলা কথা বলে নানা সময়েই বিতর্কে জড়িয়ে পড়েছেন মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির সাবেক এই কোচ ফেনেরবাচের দায়িত্ব নিয়েছেন গত জুনে।