নতুনের মেলা বসবে জার্মানি দলে

টানা দুই বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন ফুটবলার দিয়ে দল ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে রাখলেন জার্মানির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2023, 04:57 AM
Updated : 1 March 2023, 04:57 AM

জার্মানি দলটি নিজেদের চেনা চরিত্রে নেই অনেক দিন ধরেই। বিশ্বকাপ ও ইউরোতে টানা ব্যর্থতায় পরাশক্তিরা এখন যেন স্রেফ অতীতের কঙ্কাল। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সেই দলকে এখন হৃষ্টপুষ্ট করার পরিকল্পনা নিয়েছেন কোচ হান্সি ফ্লিক। আগামী ইউরোর দিকে তাকিয়ে দলে বেশ কজন নতুন মুখকে সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মানি কোচ।

বিশ্বকাপের দ্বিতীয় সফলতম দল হলেও সবশেষ টানা দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। দুই বিশ্বকাপের মধ্যে ইউরোতে তারা বাদ পড়ে যায় শেষ ষোলো থেকে। জার্মানির এমন টানা সময় বিশ্ব ফুটবলে দেখা গেছে কম সময়ই।

বড় আসর তাদের সামনে আছে এখন ২০২৪ ইউরো, যা হবে জার্মানিতেই। ঘরের মাঠে আপন চেহারায় ফিরতে মরিয়া তারা। সেটির ভিত গড়তে চান কোচ এখনই।

আগামী ২৫ মার্চ পেরুর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জার্মানি, তিনদিন পর আরেকটি প্রীতি ম্যাচে প্রতিপক্ষ বেলজিয়াম।

এই ম্যাচগুলো থেকে দল ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করতে চান কোচ ফ্লিক।

“আমরা নিশ্চিত করব যেন কিছু নতুন ফুটবলার আমাদের দলে থাকে (এই ম্যাচগুলোয়)। তরুণদের কজনকে পরখ করাটা দারুণ কিছু হবে। এখন থেকে আগামী ইউরোর আগ পর্যন্ত তরুণদের পরখ করে যাব আমরা।”

বেশ কজন নবীন ফুটবলারকে অবশ্য গত কিছুদিনে জার্মানি দলে দেখা গেছে। জামাল মুসিয়ালা তো উজ্জ্বল ভবিষ্যতের ছাপ এর মধ্যেই রেখেছেন। ইউসুফা মোকুকু, কারিম আদেইয়েমির মতো তরুণরাও সম্ভাবনার প্রমাণ রেখেছেন। এমন আরও বেশ কজনকে দেখা যাবে সামনে।

জাতীয় দলের এমন বিবর্ণ সময়ে জার্মানিতে মাঠে দর্শকের সংখ্যাও হ্রাস পেয়েছে প্রবলভাবে। সাম্প্রতিক সময়ে দেশের মাঠেও ভরা গ্যালারি দেখা গেছে কমই। কোচের মতে, দল মাঠে ভালো খেলতে পারলেই সমর্থকেরা আবার বিশ্বাস ফিরে পাবেন।

“ব্যাপারটি হলো, সঠিক সময়ে পারফরম্যান্স মেলে ধরার। দল যেন আবেগ ও তাড়না নিয়ে মাঠে লড়াই করে এবং সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে পারে, সেটা গুরুত্বপূর্ণ। যে ছেলেরা এভাবে খেলতে পারবে, তারাই ২০২৪ ইউরোতে আমাদের দলে জায়গা পাবে।”