ইংলিশ ফুটবল
হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন আর্সেনালের ফরাসি ডিফেন্ডার।
Published : 19 Jan 2025, 08:07 PM
চোট যেন পিছু ছাড়ছে না আর্সেনালের খেলোয়াড়দের। দীর্ঘ সেই তালিকায় নতুন সংযোজন উইলিয়াম সালিবা। ফরাসি ডিফেন্ডার চোট পাওয়ায় ভীষণ উদ্বিগ্ন লন্ডনের ক্লাবটির কোচ মিকেল আর্তেতা।
গত বৃহস্পতিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে সালিবার। ওই ম্যাচের পুরোটাই খেলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।
হ্যামস্ট্রিংয়ের সেই সমস্যায় শনিবার অ্যাস্টন ভিলা ম্যাচে খেলতে পারেননি তিনি। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের স্কোয়াডেই তাকে রাখেননি আর্তেতা।
সালিবার অনুপস্থিতির প্রভাব পড়ে ম্যাচটিতে। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয় আর্সেনাল।
২০২২-২৩ মৌসুমের শেষ দিকে পিঠের চোটে ছিটকে পড়েছিলেন সালিবা। যার বিরূপ প্রভাব পড়েছিল আর্সেনালের পারফরম্যান্সে। মৌসুমজুড়ে শিরোপা লড়াইয়ে থাকা দলটি শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত লিগ শিরোপা জিতে নেয় ম্যানচেস্টার সিটি।
সালিবাকে নিয়ে তো বটেই, এভাবে একের পর এক খেলোয়াড়ের চোটে আর্তেতার কপালে ভাঁজ।
“আগামীকাল আমরা আরও তথ্য পাব। তার আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং এরপর তার চোটের বিষয়ে আরও পরিষ্কার হতে পারব।”
“অবশ্যই আমরা চিন্তিত, বিশেষ করে আমাদের স্কোয়াড ও বেঞ্চে খেলোয়াড়দের সংখ্যার দিকে তাকিয়ে। খুবই চিন্তিত।”
চলতি মৌসুমে আর্সেনালের জার্সিতে ২০টি লিগ ম্যাচ খেলেছেন সালিবা। দুটি গোল করেছেন তিনি।
২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।