আন্তর্জাতিক ফুটবল
আর্জেন্টিনার সমর্থকদের মনে ঘুরপাক খাওয়া প্রশ্নের উত্তর মিলল অবশেষে।
Published : 05 Sep 2024, 10:18 PM
লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার অনুপস্থিতিতে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের আসছে ম্যাচে ১০ ও ১১ নম্বর জার্সি কে কে পরবেন?- অনেকের মনে ঘুরপাক খাওয়া প্রশ্নটির উত্তর মিলল এবার। মেসির ১০ নম্বর জার্সি পরবেন আচমকাই দলে আসা রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা। আর দি মারিয়ার ১১ নম্বর জার্সিতে খেলবেন টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
গত কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই দুই ম্যাচের দলে নেই অধিনায়ক মেসি। আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ওই আসর জিতে আগের ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান দি মারিয়া।
মেসির অনুপস্থিতিতে তার ১০ নম্বর জার্সি কে পরবেন, এই প্রশ্নে বুধবার সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, “লিও আগে যখন অনপুস্থিত ছিল, আমার মনে হয় আনহেল কোররেয়া (এবার যিনি দলে নেই) ১০ নম্বর জার্সি পরেছিল। আমরা জানি ১০ নম্বর জার্সির একজন মালিক আছে, এটা কোনো সমস্যা নয়। এটা এমন একটি জার্সি, যার জন্য আমাদের অনেক ভালোবাসা আছে।”
আপাতত সেই আইকনিক জার্সি পেলেন দিবালা। গত কোপা আমেরিকা জয়ী দলে ছিলেন না তিনি। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে শুরুতে ঘোষিত দলেও ছিল না তার নাম। ৩০ বছর বয়সী এই তারকাকে পরে হুট করেই দলে ডাকেন স্কালোনি।
আর্জেন্টিনার অনেক সাফল্যের কারিগর দি মারিয়া ১১ নম্বর জার্সি পরেছেন এক দশকের বেশি সময় ধরে। এবার সেই জার্সি পরবেন লো সেলসো। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গত কোপা আমেরিকায় ১৬ নম্বর জার্সিতে খেলেছিলেন তিনি।