নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে শুরুতে দুই গোল হজমের পর জিতল ম্যানচেস্টার ইউনাইটেড।
Published : 26 Aug 2023, 10:09 PM
ম্যাচের প্রথম চার মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল গেল দুইবার। গোটা ওল্ড ট্র্যাফোর্ড তখন স্তব্ধ। এই মাঠে প্রায় তিন দশকের জয়খরা কাটানোর আশা জাগাল নটিংহ্যাম ফরেস্ট। তবে শুরুর ধাক্কা সামলে এরিক টেন হাগের দল ঘুরে দাঁড়াল দারুণভাবে। মাঠ ছাড়ল তারা দুর্দান্ত এক জয়ের আনন্দে।
ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহ্যামকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় একজন কম নিয়ে খেলেছে নটিংহ্যাম।
তাইয়ো আয়োনি ও উইলি বোলির গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। পরে ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেন ক্রিস্তিয়ান এরিকসেন, কাসেমিরো ও ব্রুনো ফের্নান্দেস।
একই সময়ে শুরু আরেক ম্যাচে ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে ফুলহ্যামও।
জয়ে এবারের আসর শুরুর পর গত রাউন্ডে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরেছিল ইউনাইটেড। প্রথম দুই ম্যাচে জয়ের পর পয়েন্ট হারাল আর্সেনাল।
গত মৌসুমে ইউনাইটেডের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে চারবারের দেখায় যারা কোনো গোলই করতে পারেনি, সেই নটিংহ্যাম এবার ম্যাচ শুরুর ৩ মিনিট ৪৭ সেকেন্ডের মধ্যে করে দুই গোল!
দ্বিতীয় মিনিটে সফরকারীদের এগিয়ে নেন আয়োনি। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।
নটিংহ্যামের প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচে জালের দেখা পেলেন আয়োনি।
খানিক পর সতীর্থের কর্নারে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান নটিংহ্যামের সেন্টার ব্যাক বোলি।
সপ্তদশ মিনিটে ব্যবধান কমায় ইউনাইটেড। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে মার্কাস র্যাশফোর্ডের পাসে কাছ থেকে জাল খুঁজে নেন এরিকসেন।
বল দখলে শুরু থেকে আধিপত্য করা ইউনাইটেড ২৬তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পায়। তবে কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো।
অবশেষে ৫২তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সের কাছে ফ্রি-কিকে র্যাশফোর্ডকে বল বাড়িয়ে ভেতরে ঢুকে পড়েন ফের্নান্দেস। ইংলিশ তরুণের ক্রসে ফের্নান্দেসের হেড পাস পেয়ে কাছ থেকে বাকিটা সারেন কাসেমিরো।
পরের মিনিটে এগিয়েও যেতে পারত তারা। বক্সের বাইরে থেকে আন্তোনির দারুণ শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন নটিংহ্যাম গোলরক্ষক ম্যাট টার্নার।
৬৭তম মিনিটে বড় ধাক্কা খায় নটিংহ্যাম। বক্সের বাইরে ফের্নান্দেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দলটির অধিনায়ক ও ডিফেন্ডার জো ওরাল।
৭৬তম মিনিটে সফল স্পট-কিকে ইউনাইটেডকে এগিয়ে নেন ফের্নান্দেস। বক্সে র্যাশফোর্ডকে নটিংহ্যামের দানিলো ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে দুর্দান্ত সেভে ব্যবধান ধরে রাখেন আন্দ্রে ওনানা। বোলির জোরাল শট ব্যর্থ করে দেন এই মৌসুমেই ইউনাইটেডে যোগ দেওয়া ক্যামেরুনের গোলরক্ষক।
এমিরেটসে আর্সেনালের হোঁচট
নিজেদের আঙিনা এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালও গোল খেয়ে বসে শুরুতেই। ম্যাচের ৫৭ সেকেন্ডে ফুলহ্যামকে এগিয়ে নেন আন্দ্রে পেরেইরা।
চলতি প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুততম গোল এটিই।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় আর্সেনাল।
৭০তম মিনিটে স্পট-কিকে সমতা টানেন বুয়াকো সাকা। ফাবিও ভিয়েইরা ফুলহ্যামের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।
৭২তম মিনিটে এডি এনকেটিয়ার গোলে লিড নেয় মিকেল আর্তেতার দল।
৮৩তম মিনিটে এনকেটিয়াকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফুলহ্যামের ক্যালভিন বাসেয়। ৮৭তম মিনিটে সফরকারীদের এক পয়েন্ট নিশ্চিত করেন জোয়াও পালিনিয়া।