ইংলিশ ফুটবল
ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ডিফেন্ডার জন স্টোন্স।
Published : 21 Feb 2025, 08:09 PM
চলতি মৌসুমে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি খেল আরেকটি ধাক্কা। ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোন্স।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময় চোট পান স্টোন্স। শেষ ষোলোর প্লে-অফের দ্বিতীয় লেগের শুরুর দিকেই মাঠ ছাড়েন তিনি।
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ৩০ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচার লাগতে পারে।
“সে চোটাক্রান্ত, খুব কঠিন। আগামী কয়েক ঘন্টা, কয়েক দিনে আমরা জানতে পারব যে, তার অস্ত্রোপচারের প্রয়োজন আছে কি না... হ্যাঁ (তাকে দীর্ঘ সময় বাইরে থাকতে হবে), মানুয়েল আকঞ্জির মতো।”
গত সপ্তাহে রেয়ালের বিপক্ষে প্রথম লেগে ঊরুতে চোট পেয়ে ৮ থেকে ১০ সপ্তাহের জন্য ছিটকে যান সুইস ডিফেন্ডার আকঞ্জি।
এই মৌসুমে আগেও কয়েকবার চোটে পড়েছেন স্টোন্স। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে তিনি খেলতে পেরেছেন কেবল ২০ ম্যাচ।
রেয়ালের বিপক্ষে দুই লেগেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া গুয়ার্দিওলার দল প্রিমিয়ার লিগে আছে চার নম্বরে, শীর্ষস্থানে থাকা লিভারপুলের চেয়ে ১৭ পয়েন্টে পিছিয়ে।