চ্যাম্পিয়ন্স লিগ
৫ ম্যাচের তিনটিতেই হারা ফরাসি চ্যাম্পিয়নরা এখনও আছে প্লে অফ জোনের বাইরে।
Published : 27 Nov 2024, 09:28 PM
চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে তৃতীয় হারের পর পয়েন্ট টেবিলে নিচের দিকেই থেকে যাওয়া পিএসজির দুর্ভাবনা অনেকটাই বেড়েছে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারার পর তাদের পরের ধাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এখনই আশা ছাড়তে নারাজ ফরাসি চ্যাম্পিয়নদের কোচ লুইস এনরিকে।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার জার্মান জায়ান্টসের বিপক্ষে ১-০ গোলে হারে পিএসজি। কিম মিন-জের গোলে পিছিয়ে যাওয়ার পর শত চেষ্টাতেও শোধ করতে পারেনি দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ১০ জন নিয়ে খেলা দলটি।
৩৬ দলের নতুন ঘরানার চ্যাম্পিয়ন্স লিগ জয় দিয়েই শুরু করে পিএসজি। কিন্তু এরপর যে পথ হারাল তারা, আর জিততে পারল না কোনো ম্যাচ। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে জয় তাদের ওই একটিই, ড্র একটি ও হার ৩টি।
ব্যর্থতার বলয় ভাঙার লক্ষ্য নিয়ে বায়ার্নের মুখোমুখি হয়েছিল পিএসজি। আগের দিন সংবাদ সম্মেলনে সাহসী ফুটবল খেলার তাগিদ দিয়েছিলেন এনরিকে। কিন্তু মাঠে তা বাস্তবায়ন করতে পারেনি দলটির ফুটবলাররা।
বেশ কয়েকটি সুযোগ অবশ্য পেয়েছিল তারা। কিন্তু কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয় তাদের শেষ পর্যন্ত। ম্যাচ শেষে সব কিছু মিলিয়েই হতাশা ঝরে এনরিকের কণ্ঠে।
“প্রথম মিনিট থেকেই আমরা নিজেদের বাজে একটা ছাপ ফেলেছি। প্রথমার্ধে বায়ার্ন মিউনিখ আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। ভেবেছিলাম, এখনও সুযোগ আছে এবং আমার মনে হয়, দ্বিতীয়ার্ধের শুরুটাও ভালো করি। কিন্তু উসমান (দেম্বেলে) লাল কার্ড দেখার পর আমরা ভুগেছি।”
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।
পিএসজি নেই প্রথম ২৪ দলের মধ্যেও। স্রেফ ৪ পয়েন্ট নিয়ে টেবিলে এখন তাদের অবস্থান ২৬ নম্বর। টেবিলে অনেক নিচে থাকলেও শেষ ষোলোয় খেলার আশা ছাড়ছেন না এনরিকে।
“ওই পয়েন্টগুলো ফিরে পাওয়া কঠিন, তবে এখনও তিনটি ম্যাচ আছে। আমাদের পরের ধাপে যাওয়ার আশা করতেই হবে।”
লিগ আঁর টেবিলে শীর্ষে থাকা পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের এই ধাপে খেলবে আর তিন ম্যাচ। আগামী ১০ ডিসেম্বর সালসবুর্কের মুখোমুখি হবে তারা। শেষ দুই ম্যাচে খেলবে দলটি ২২ ও ২৯ জানুয়ারি, যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও স্টুটগার্টের বিপক্ষে।