চ্যাম্পিয়ন্স লিগ
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে শুরুটা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
Published : 16 Sep 2024, 08:21 PM
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে রেয়াল মাদ্রিদ শিবিরে সুখবর। চোট কাটিয়ে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন দলটির নিয়মিত তিন ফুটবলার জুড বেলিংহ্যাম, অহেলিয়া চুয়ামেনি ও এদের মিলিতাও।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার জার্মান দলটির মুখোমুখি হবে রেয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
পুরোপুরি সেরে উঠতে একদিন বাড়তি সময় নিতে ম্যাচের আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেননি ডিফেন্ডার মিলিতাও। মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এখনও মাঠে ফেরার অবস্থায় নেই।
গত আসরের চ্যাম্পিয়ন দল থেকে টনি ক্রুস, নাচো ফের্নান্দেস ও হোসেলু এবার না থাকলেও, তরুণদের নিয়ে গড়া দলকেই এগিয়ে রাখছেন রেয়াল কোচ কার্লো আনচেলত্তি।
“হ্যাঁ, আমরা দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার নাচো ও ক্রুসকে হারিয়েছি, হোসেলুকেও। এর বিপরীতে বিশ্বের সেরা ফুটবলারদের একজন (কিলিয়ান এমবাপে) এসেছে। আমাদের স্কোয়াড কি গত বছরের চেয়ে সেরা? আমার তো তাই মনে হয়।”
“জুডের (বেলিংহ্যাম) ফেরা আমাদের জন্য দারুণ খবর। আমরা জানি বল পায়ে ও বল ছাড়াও সে দলে কী অবদান রাখে। নিজেদের কাছে আমাদের চাওয়া আরও অনেক বেশি এবং আগামীকাল এগিয়ে যাওয়ার আরও একটি সুযোগ।”
তিন জন ফিরলেও রেয়ালের চোটে থাকা খেলোয়াড়দের তালিকা এখনও বেশ লম্বা। সবশেষ এই তালিকায় যোগ দেন ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। ফুটবলারদের এত চোটের পেছনে ব্যস্ত সূচির কথা বললেন আনচেলত্তি।
“সূচি খুবই ব্যস্ত। নতুন একটি টুর্নামেন্ট (৩২ দলের ক্লাব বিশ্বকাপ) আসছে এবং আমরা জানি না ঠিক কেমন হবে। হয়তো বিনোদনদায়ী হবে, হয়তো হবে না। তবে বিষয়টা হলো, এই টুর্নামেন্টে (চ্যাম্পিয়ন্স লিগ) আমাদের আরও দুটি ম্যাচ বেড়েছে।”