ইংলিশ ফুটবল
কোপা আমেরিকার আগে এই গোলরক্ষকের চোট ব্রাজিল জাতীয় দলের জন্যও কিছুটা দুর্ভাবনার বটে।
Published : 16 May 2024, 08:27 PM
মৌসুমের শেষের গুরুত্বপূর্ণ সময়ে বড় এক ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। চোখের চোটে মৌসুমে দলের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন মূল গোলরক্ষক এদেরসন।
প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দলের ২-০ গোলে জয়ের ম্যাচের ৬২তম মিনিটে প্রতিপক্ষের ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে সংঘর্ষে মুখে ও চোখে আঘাত পান এদেরসন। লম্বা সময় ধরে চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে কিছুক্ষণ পরই তাকে তুলে নেন কোচ পেপ গুয়ার্দিওলা। বদলি নামা স্টেফান ওর্টেগা পরে দারুণ এক সেভ করে রক্ষা করেন দলকে।
সিটি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, স্ক্যানের পর এদেরসনের ডান চোখের সকেটে ছোট একটি ফাটল ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না।
প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে আগামী রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। ম্যাচটি জিতলে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা জিতবে তারা। আবার পা হড়কালে হাতছাড়া হয়ে যেতে পারে ট্রফিও।
শিরোপা লড়াইয়ে আছে যে আর্সেনালও। ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মিকেল আর্তেতার দল। ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুয়ার্দিওলার সিটি।
এছাড়া আগামী ২৫ মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
কোপা আমেরিকার আগে এদেরসনের চোট ব্রাজিল জাতীয় দলের জন্যও কিছুটা দুর্ভাবনার বটে। যদিও টুর্নামেন্ট শুরু হতে এখনও এক মাসের বেশি সময় বাকি। আগামী ২০ জুন শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর।