ইউরোপিয়ান ফুটবল
অর্থ জরিমানারা পাশাপাশি ভিন্ন শাস্তিও দেওয়া হয়েছে ইতালিয়ান ক্লাব লাৎসিও এবং স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদকে।
Published : 11 Oct 2024, 07:48 PM
সমর্থকদের বর্ণবাদী আচরণের মাশুল দিতে হচ্ছে ইউরোপের দুই ক্লাব লাৎসিও ও আতলেতিকো মাদ্রিদকে। ভিন্ন ভিন্ন অপরাধে তাদের শাস্তি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।
আনুষ্ঠানিক বিবৃতিতে শুক্রবার উয়েফা জানিয়েছে, ইউরোপা লিগে লাৎসিওর পরের ম্যাচে তাদের ঘরের মাঠের গ্যালারির দুটি সেক্টর বন্ধ রাখা হবে। আগামী ৭ নভেম্বর ইতালির শীর্ষ লিগ সেরি আর দলটি খেলবে পোর্তোর বিপক্ষে।
পাশাপাশি ৪৫ হাজার ইউরো জরিমানাও দিতে হবে লাৎসিওর।
নিসের বিপক্ষে ইউরোপা লিগের ৪-১ গোলে জয় পাওয়া ম্যাচে কিছু দর্শকের বর্ণবাদী আচরণের জন্য লাৎসিওর শাস্তির শেষ নয় এখানেই। স্টেডিয়ামের অংশ বিশেষ আরও একটি ম্যাচে বন্ধ রাখার এক বছরের স্থগিত শাস্তিও পেয়েছে ইতালিয়ান ক্লাবটি।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ৪-০ গোলে হেরে যাওয়া ম্যাচে বর্ণবাদী ও বৈষম্যপূর্ণ আচরণ করেন আতলেতিকোর সমর্থরা। তাই তাদের ৩০ হাজার ইউরো জরিমানা হয়েছে।
একই সঙ্গে উয়েফার যে কোনো প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে একটি ম্যাচে সমর্থকদের কাছে টিকেট বিক্রি করতে পারবে না আতলেতিকো। তবে এই শাস্তি এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
এছাড়া ২০২২ সালে গ্যালারিতে বিভিন্ন বস্তু ও আতশবাজি ছুড়ে মারার অপরাধে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটও শাস্তি পেয়েছে। আগামী ৭ নভেম্বর লাটিভিয়ায় ইউরোপা লিগের ম্যাচের জন্য সমর্থকদের কাছে টিকেট বিক্রি করতে পারবে না তারা।