জার্মান ফুটবল
জার্মান গ্রেট লোথার মাথেউসের দাবি, আগের কোচ টমাস টুখেলের কোচিংয়ে পরিবারের মতো ছিল না বায়ার্ন মিউনিখ দল।
Published : 25 Aug 2024, 06:54 PM
হতাশায় মোড়ানো মৌসুমের পর নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির আগমনে বায়ার্ন মিউনিখের ড্রেসিং রুমের আবহ বদলে গেছে বলে মনে করেন জার্মান গ্রেট লোথার মাথেউস। তার বিশ্বাস, বেলজিয়ান কোচের হাত ধরেই এবার ট্রফি খরা কাটবে ইংলিশ তারকা হ্যারি কেইনের।
গত মৌসুমটা শিরোপাহীন কাটে বায়ার্নের। বুন্ডেসলিগায় তাদের ১১ মৌসুমের রাজত্বের অবসান তো হয়ই, তারা লিগ শেষ করে চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন ও রানার্সআপ স্টুটগার্টের পেছনে থেকে তৃতীয় হয়ে। জার্মান কাপে বায়ার্নের পথচলা থামে দ্বিতীয় রাউন্ডে। চ্যাম্পিয়ন্স লিগে তারা সেমি-ফাইনালে উঠলেও, সেখান থেকে তাদেরকে বিদায় করে দেয় রেয়াল মাদ্রিদ।
টমাস টুখেলের সঙ্গে চুক্তি বাতিল করে তার উত্তরসূরি হিসেবে বায়ার্নের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় কোম্পানির হাতে। রোববার ভলফসবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে বায়ার্ন।
গত মৌসুমে বায়ার্নে যোগ দিয়ে লিগে ৩৬ গোল করেন কেইন। বায়ার্নের হয়ে সাতবার বুন্ডেসলিগা জেতা মাথেউস বিবিসি স্পোর্টকে বললেন, এই মৌসুমে আরও বেশি উজ্জীবিত থাকবেন ইংলিশ স্ট্রাইকার।
“আমি মনে করি না সে (কেইন) আবার ৩৬ গোল করবে। তবে সম্ভবত প্রয়োজনও হবে না তার। একজন নতুন কোচ, নতুন দল, নতুন উদ্যম নিয়ে এই বছর আরও অনুপ্রাণিত থাকবে সে।”
গোলের পর গোল, নানা রেকর্ড-কীর্তিতে সমৃদ্ধ কেইনের ক্যারিয়ার। ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে আগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের রেকর্ড স্কোরার তিনি। ব্যক্তিগত পুরস্কারও তার অনেক। কিন্তু একটি দলীয় ট্রফি না জেতার আক্ষেপ বয়ে বেড়াতে হচ্ছে বছরের পর বছর।
জার্মানির ১৯৯০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাথেউসের বিশ্বাস, টুখেল চলে যাওয়ায় এবার ট্রফির ছোঁয়া পাবেন কেইন।
"গত দুই বছরে বায়ার্ন মিউনিখ একটি পরিবারের মতো ছিল না। বায়ার্ন মিউনিখে ছিল এক ব্যক্তির আধিপত্য, আর সেই ব্যক্তি ছিল টমাস টুখেল। তিনি একজন ভালো কোচ, কিন্তু বায়ার্ন মিউনিখের জন্য নয়।”
এই মৌসুমে বুন্ডেসলিগা জয়ে বায়ার্ন ও লেভারকুজেনকে ফেভারিট হিসেবে দেখলেও নিজের সাবেক দলকেই এগিয়ে রাখছেন মাথেউস।
“আমার মতে বায়ার লেভারকুজেন ও বায়ার্ন মিউনিখ ফেভারিট। উভয় দলকে একই স্তরে দেখছি, তবে আমার মনে হচ্ছে যে বায়ার্ন মিউনিখ জিতবে।"