স্প্যানিশ ফুটবল
তবে চুক্তির বিষয় চূড়ান্ত না হওয়া পর্যন্ত বেশি কিছু বলতে চান না হান্সি ফ্লিক।
Published : 30 Sep 2024, 11:13 PM
প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার পর ভয়চেক স্ট্যান্সনিকে বার্সেলোনা দলে টানতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরেই। কাতালান দলটির কোচ হান্সি ফ্লিকও জানালেন, পোলিশ গোলরক্ষকের সঙ্গে কথা হয়েছে তার। তবে চুক্তির বিষয় চূড়ান্ত না হওয়া পর্যন্ত বেশি কিছু বলতে চান না তিনি।
গত সপ্তাহে লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন টের স্টেগেন। পরে জানা যায়, লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। জার্মান গোলরক্ষকের গোটা মৌসুমই শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
দ্বিতীয় গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া আপাতত বার্সেলোনার মূল গোলরক্ষক। তবে টের স্টেগেন না থাকায় বিকল্প হিসেবে ‘ফ্রি এজেন্ট’ কোনো গোলরক্ষক খুঁজছিল ক্লাবটি। এই পরিস্থিতিতে কিছুদিন আগে পেশাদার ফুটবলকে বিদায় বলে দেওয়া স্ট্যান্সনির কথা মনে পড়ে তাদের।
টের স্টেগেন চোট পাওয়ার পর আর্সেনাল ও ইউভেন্তুসের সাবেক গোলরক্ষক স্ট্যান্সনি বলেন, বার্সেলোনার ডাক পেলে অবসর ভেঙে ফিরতে রাজি তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে ফ্লিক স্বীকার করে নেন স্ট্যান্সনির সঙ্গে আলোচনার কথা।
“হ্যাঁ, আমি তার (স্ট্যান্সনি) সঙ্গে কথা বলেছি, তবে এর চেয়ে বেশি কিছু বলব না। সে যদি আগামী কয়েক দিনের মধ্যে বার্সার সঙ্গে চুক্তি করে, তাহলে আমরা পরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলতে পারি, তবে এখনই নয়।”
সামাজিক মাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, সোমবার বার্সেলোনায় পৌঁছেছেন স্ট্যান্সনি। এদিন তার মেডিকেল হয়ে গেছে বলেও খবর এসেছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।