ইউরো চ্যাম্পিয়নশিপ
ইউরো চ্যাম্পিয়নশিপে আক্রমণভাগে কতজন ফুটবলার নেবেন সেটি এখনও ঠিক করেননি ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট।
Published : 03 Jun 2024, 04:47 PM
ক্লাব ফুটবলে এবারের মৌসুম ভালো কাটেনি জ্যাক গ্রিলিশের। ম্যানচেস্টার সিটির স্কোয়াডেও তিনি জায়গা পাননি কিছু ম্যাচে। তাই ইউরো চ্যাম্পিয়নশিপে এই অ্যাটাকিং মিডফিল্ডারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, এখনও গ্রিলিশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
ইউরোর জন্য ঘোষিত ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড থেকে মার্কাস র্যাশফোর্ডকে বাদ দিয়ে এরই মধ্যে চমকে দিয়েছেন সাউথগেট। গুঞ্জন ছড়িয়েছে, ২৬ জনের চূড়ান্ত দল থেকে বাদ পড়তে যাওয়া আরেকটি বড় নাম হতে পারে গ্রিলিশ।
২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটি ট্রেবল জয়ে দারুণ অবদান রাখা গ্রিলিশ এবার ছিলেন নিজের ছায়া হয়ে। বেশ কিছু ম্যাচ বেঞ্চে কাটানো অ্যাটাকিং ফুটবলারকে কয়েকটি ম্যাচের স্কোয়াডেই রাখেননি কোচ পেপ গুয়ার্দিওলা।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফাইনালে বদলি তালিকায় থাকলেও তাকে মাঠে নামাননি গুয়ার্দিওলা। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৩৬ ম্যাচ খেলে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেন গ্রিলিশ।
তাই প্রশ্ন ওঠে, ইউরোর মূল দলে জায়গা হারাবেন গ্রিলিশ? উত্তরে চূড়ান্ত কিছু বলেননি সাউথগেট।
“আমার মনে হয় না, আমরা এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি। আমার মতে, আমরা জানি আমরা কোন অবস্থায় আছি।”
“তার (গ্রিলিশ) সঙ্গে আমার কথা হয়নি, বিশেষ করে (এফএ) কাপ ফাইনালের ব্যাপারে। তবে সে দারুণ আছে এবং এখানে থাকতে ভালোবাসে। এই মৌসুমে সে খুব বেশি খেলেনি। আমি নিশ্চিত সে এর চেয়ে ভিন্ন কিছুই পছন্দ করত। তবে আমরা জানি সে কেমন মানের ফুটবলার। তার সঙ্গে কাজ করা উপভোগ্য।”
আগামী ৭ জুনের মধ্যে ঘোষণা করতে হবে ইউরোর চূড়ান্ত দল। এর আগে বসনিয়া ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংলিশরা। সাউথগেট আভাস দিলেন, ওই দুই ম্যাচের পারফরম্যান্সের ওপরও নির্ভর করবে অনেক কিছু।
“আমরা আসলে সত্যিই জানি না আমাদের (আক্রমণভাগে) কতজন নিতে হবে বা আমরা কতজন নিতে পারব। কারণ অন্যান্য পজিশনেও আমাদের ব্যাক-আপ ফুটবলার প্রয়োজন পড়তে পারে।”
ইউরোয় ইংল্যান্ডের প্রথম ম্যাচ ১৭ জুন, সার্বিয়ার বিপক্ষে। 'সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও স্লোভেনিয়া।