ঘরের মাঠে হাজার হাজার দর্শকের সামনে জোসে মরিনিয়োকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয় ফেনেরবাচে।
Published : 03 Jun 2024, 01:09 AM
ফেনেরবাচের ঘরের মাঠ উলগার স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার সমর্থক। জোসে মরিনিয়োর নাম ধরে উল্লাস করছিল আর গাইছিল তারা। পর্তুগিজ কোচ হাসিমুখে অনেকের সেলফির আবদার মেটালেন। বেশ ঘটা করেই নিজেদের নতুন কোচকে বরণ করে নিল তুরস্কের ক্লাবটি।
আগের দিনই ফেনেরবাচে জানিয়েছিল, ৬১ বছর বয়সী মরিনিয়োর সঙ্গে তাদের আলোচনা চলছে। একই দিন দলটির দায়িত্ব নেওয়ার আগ্রহের কথা জানান মরিনিয়ো নিজেও। রোববার আনুষ্ঠানিকভাবে তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তুর্কি সুপার লিগের দলটি। তবে কতদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কিংবা চুক্তির বিস্তারিত জানানো হয়নি।
রোমায় বরখাস্ত হওয়ার পর চার মাসের বেশি সময় কোচিংয়ের বাইরে থাকা মরিনিয়ো আবার ফিরছেন ডাগআউটে।
তুরস্কের শীর্ষ লিগে এই মৌসুমে দ্বিতীয় হয় ফেনেরবাচে। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি পেয়ে চ্যাম্পিয়ন হয় গালাতাসারাই।
ইসমাইল কার্তালের স্থলাভিষিক্ত হলেন মরিনিয়ো। তুর্কি কোচ কার্তালের কোচিংয়ে এবার লিগে স্রেফ একটি ম্যাচ হারে দলটি। তবে ছয়টি ড্র করায় শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা।
রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইন্টার মিলান, পোর্তোর সাবেক কোচ মরিনিয়োর চ্যালেঞ্জ হবে ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার ফেনেরবাচেকে লিগ শিরোপা জেতানো।
মরিনিয়োর কোচিংয়ে ২০২১-২২ মৌসুমে ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগ জেতে রোমা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় যা দলটির প্রথম শিরোপা। পরের মৌসুমে তারা ইউরোপা লিগের ফাইনালে উঠলেও টাইব্রেকারে হেরে যায় সেভিয়ার কাছে।
তবে, সেরি আয় দলের বাজে পারফরম্যান্সের কারণে গত জানুয়ারির মাঝামাঝি মরিনিয়োকে বরখাস্ত করে রোমা। তখন ইতালির শীর্ষ লিগে নবম স্থানে ছিল তারা। মরিনিয়োর জায়গায় দায়িত্ব দেওয়া হয় ইতালির সাবেক ফুটবলার দানিয়েলে দে রস্সিকে। ছয়ে থেকে লিগ শেষ করে ইউরোপা লিগে জায়গা করে নেয় রোমা।