সংবাদ সম্মেলনে অমিত, সঙ্গে শুধু স্ত্রী

যশোর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘গ্রেপ্তার আতঙ্কে’ কর্মীরা কেউ তার সঙ্গে আসতে পারেননি।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2018, 01:25 PM
Updated : 26 Dec 2018, 01:25 PM

বুধবার বেলা ৩টায় যশোর প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলনে আসেন।

অমিত বলেন, “আমার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানকে আটক করেছে পুলিশ। আজ বেলা সোয়া ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাছাড়া প্রচারণার শুরু থেকে আজ পর্যন্ত আমার ২৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

“তাই আজ আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছি।”

নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, “আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি ৩০ ডিসেম্বর আমার পাশে কোনো কর্মী না থাকলেও ভোটাররা ধানের শীষের কর্মী হিসেবে শুধু ভোট দেওয়া নয়, ভোটকেন্দ্রও পাহারা দেবেন।”

সংবাদ সম্মেলনে অমিতের সঙ্গী হিসেবে তার স্ত্রী সোহানা পারভীন ছাড়া আর কাউকে দেখা যায়নি। জাতীয় গণমাধ্যমের প্রায় সব স্থানীয় প্রতিনিধি সংবাদ সম্মেলনে ছিলেন।

বিএনপি নেতা সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, “বুধবার নিয়মিত মামলায় তাদের আটক করা হয়।”

পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।