ফিনিক্স ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ফিনিক্স ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2012, 01:48 AM
Updated : 27 March 2016, 06:34 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ফিনিক্স ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুন বেলা সাড়ে ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ফিনিক্স ইন্সুরেন্স নিট মুনাফা করেছে ১০ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা। ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল