অ্যাপেক্স ফুডসের ১৮% নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে অ্যাপেক্স ফুডসের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2012, 03:14 AM
Updated : 24 Oct 2017, 09:20 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

অ্যাপেক্স ফুডসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে অ্যাপেক্স ফুডস কর পরবর্তী মুনাফা করেছে এক কোটি ৫৪ লাখ টাকা। ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।