সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে, তবে লেনদেন কমেছে।
বুধবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিএসইসি’র নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেন্ট্রাল ফার্মা পুঁজিবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা তুলবে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাংক থেকে গৃহীত ঋণ এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১১.২৮ টাকা।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।