পুলিশ জানায়, প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার মাঝখানে পড়ে গেলে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়।
Published : 12 Mar 2024, 05:59 PM
মানিকগঞ্জের সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোলড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম জানান।
নিহত মাসুদুর রহমান (৪৪) মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার দিদার বক্সের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, দুপুরে মোটরসাইকেল চালিয়ে শহরে যাচ্ছিলেন মাসুদুর রহমান। পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার মাঝখানে পড়ে যান তিনি।এ সময় পেছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়েছে গেছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।