“সম্প্রতি সুইট কারাগার থেকে জামিনে বেরিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।”
Published : 09 Mar 2023, 02:58 PM
রাজশাহী নগরী থেকে ১৩ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব; এ সময় তার কাছ থেকে পিস্তল ও হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার রাতে বারিয়াপুকুর উপরভদ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৫ সদর দপ্তরের অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান।
গ্রেপ্তার ৩৪ বছর বয়সী সারোয়ার জামান সুইট ওই এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে। তার নামে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলাসহ বিভিন্ন আইনে ১৩টি মামলা রয়েছে।
মারুফ হোসেন খান বলেন, “সুইট রাজশাহীর ‘শীর্ষ সন্ত্রাসী’। এলাকার লোকজন তার কর্মকাণ্ডে ভীত-সন্ত্রস্ত হয়ে থাকেন।
“সম্প্রতি সুইট কারাগার থেকে জামিনে বেরিয়ে ফের অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।”
বুধবার রাতে সুইটের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, চাকু এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা।
পরে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে সুইটকে পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন মারুফ হোসেন খান।