জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা এই আয়োজনে অংশ নেয়।
Published : 18 Feb 2024, 08:35 AM
গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে দুই দিনব্যাপী আবহমান বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ শুরু হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এই নৌকা বাইচের আয়োজন করে।
মঙ্গলবার বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। বুধবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়।
নৌকা বাইচকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র পাড়ে সকাল থেকেই উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়।
জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা এই আয়োজনে অংশ নেয়।
কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রামাণিক কোট, গাইবান্ধার পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মহিবুল হক সরকার মোহন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার, কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]