পুলিশ জানায়, শনিবার বিকাল থেকে ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Published : 04 Feb 2024, 02:47 PM
নড়াইলের কালিয়া উপজেলায় ‘মাছের ঘের দখলকে’ কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান।
নিহত ইসরাফিল মোল্লা (৪৮) ওই গ্রামের মৃত হকা মিয়া মোল্লার ছেলে।
স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি শামীম বলেন, “চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে কৃষ্ণপুর গ্রামের গোলাম মোস্তফা নিপু ওরফে নফু মোল্লার সঙ্গে শিবলী নোমান প্রিন্সের বিরোধ চলছিল।
“গত এক বছর ধরে এ নিয়ে একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। উভয় পক্ষের কমপক্ষে চারটি মামলা চলমান রয়েছে। শনিবার বিকাল থেকেও ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।”
তিনি বলেন, “রোববার সকালে প্রতিপক্ষের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্লার লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ নফু মোল্লার সমর্থক ইসরাফিল মোল্লা গুরুতর আহত হন।“
পরে ইসরাফিলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান।