মাদারীপুরে সালিশ বৈঠকে হামলা, আহত ৪

আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনকে বলে জানিয়েছে চিকিৎসক।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2022, 08:11 AM
Updated : 13 Dec 2022, 08:11 AM

মাদারীপুরে একটি কৃষি জমির সীমানায় ঘাস রাখা নিয়ে দুপক্ষের বিরোধ মেটাতে বসা সালিশ বৈঠকে হামলায় ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা গ্রামের এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- রবিউল ফকির, বাদল সিকদার, আলাউদ্দিন ফরিক ও হোসেন ফকির। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক জাহিন আরিফিন বলেন, চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সদর উপজেলার সিকিনওহাটা গ্রামের আলাউদ্দিন ফকির সোমবার সকালে তার কৃষি জমির ঘাস ও আগাছা একই গ্রামের নুরুল ইসলাম শিকদারের জমির সীমানায় রাখে।

এর জেরে নুরুল ওই কৃষি জমিতেই আলাউদ্দিনের উপর হামলা করেন। পরে আলাউদ্দিনকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।

এ ঘটনায় মঙ্গলবার সকাল ৮টার দিকে গ্রামের মুরুব্বিদের নিয়ে আলাউদ্দিনের চাচাতো ভাই হাবিব ফকিরের বাড়িতে সালিশ বৈঠক বসে। শেষ মুহুর্তে দুইপক্ষ বাক-বিতণ্ডায় জড়ায় এবং এক পর্যায়ে অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু হাতবোমাও ফাটানো হয়।

সংঘর্ষে চারজন আহত হলে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

হাবিব ফকির বলেন, সালিশে গ্রামের মাতব্বরদের সিন্ধান্ত তারা মেনে নেন। কিন্তু এর মধ্যেই নুরুল ইসলাম শিকদারের পক্ষের লোকজন বোমাবাজি ও হামলা শুরু করে। এতে তাদের অনেকে আহত হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিনের বংশের লোকজনের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছেন নুরুল।

ওসি মনোয়ার আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে তিনজনকে আটক করেছেন তারা। তবে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।