দুপুর পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি।
Published : 19 Nov 2023, 05:17 PM
সারাদেশে বিএনপির ডাকে ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে সিলেট নগরীতে সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার সকাল ৬টার পরে নগরীর বিমানবন্দর সড়কে টায়ার জ্বালিয়ে যানচলাচলে বাধা ও পিকেটিং করা হয় বলে এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল রোড এলাকায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে।
সকালে নগরীর সুবিদবাজার এলাকায় একটি লেগুনা গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায় পিকেটাররা। একই সময়ে দক্ষিণ সুরমার সুলতানপুর সড়ক ও মোগলাবাজার সড়ক ও সিলেট-মৌলভীবাজার রাস্তায় হরতালের সমর্থনে পিকেটিং করেছেন নেতাকর্মীরা।
সরেজমিনে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, রিকাবিবাজার, চৌহাট্টা ও মদিনা মাকের্ট এলাকা ঘুরে দেখা যায়, অটোরিকশা, লেগুনা, রিকশা, মালবাহী গাড়ি ও ব্যক্তিগত পরিবহন চলাচল করতে।
এ ছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে দোকানপাট খোলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার কোনো চেয়ার কোচ ছেড়ে যায়নি বলে জানিয়ে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস লাগিয়ে রাখা হয়েছে ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু কাউন্টারে যাত্রী না আসার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী এলে বাস ছেড়ে যাবে। আমি শুনেছি কয়েকটি লোকাল বাস যাত্রী নিয়ে ছেড়েছে।”
হরতালের বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপি নেতাকর্মীরা অবৈধ সরকারের অবৈধ তফসিল বাতিল ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।
“বিএনপির আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না।”
ওসি বলেন, আগুন জ্বালিয়ে যানচলাচলে বাধা ও পিকেটিং করা সময় পুলিশ ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যায়।