খুলনা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সাংস্কৃতিক উৎসব

আয়োজকরা বলছেন, আদিবাসী সংস্কৃতি সম্পর্কে সবাইকে জানানো এ অনুষ্ঠানের উদ্দেশ্যে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2022, 07:19 AM
Updated : 16 Sept 2022, 07:19 AM

খুলনা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থার আয়োজনে সম্প্রীতির সুর নামে আদিবাসী সাংস্কৃতিক উৎসব ও আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিন বিভাগের শিক্ষক প্রফেসর মো. মনিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি নিহার রঞ্জন উরাঁও।

নিহার বলেন, তাদের এ আয়োজনের উদ্দেশ্য হলো, আদিবাসীদের সংস্কৃতি সম্পর্কে সবাইকে জানানো। পাশাপাশি এর সঙ্গে বাঙালির প্রচলিত সংস্কৃতি ও ভাবধারার একটা সেতু বন্ধন তৈরি করা।

অতিথিদের আলোচনা শেষে চাকমা, মারমা, ত্রিপুরা ভাষায় গান ও নেপালি নাচসহ আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়।