পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য জানান, গত রাতে ইরি ধানের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন ওই কৃষক।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2023, 06:35 PM
Updated : 2 Feb 2023, 06:35 PM

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার কলাতলা সাবেরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পাশের জমিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য তিতাস শেখ জানান।

নিহত মিন্টু খান (৩৫) কলাতলা গ্রামের মো. কাশেম খানের ছেলে।

তিতাস শেখ জানান, গত বুধবার রাতে ইরি ধানের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন মিন্টু খান।

“সকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে জমিতে কাজ করতে গেলে ওই ফাঁদে স্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা দুপুর সাড়ে ১২টার দিকে তাকে জমিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।  

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

“মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”