মাল্টা-ডালিমের ‘পেটে’ মিলল সাড়ে ৪ হাজার ইয়াবা

মাল্টা, ডালিম ও আপেল কেটে ভেতরে ফাঁকা জায়গা তৈরি করে সেখানে পলিথিনে মুড়িয়ে ইয়াবা পরিবহন করা হচ্ছিল বলে জানায় পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2023, 02:31 PM
Updated : 6 May 2023, 02:31 PM

ফলের কার্টনে করে পাচারের সময় গাজীপুর থেকে সাড়ে ৪ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে এসব ইয়াবা জব্দ ও দুজনকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার জানান জেলা গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার ইব্রাহীম খান।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লেঙ্গুর বিল এলাকার মো. ইমরান (২৫) ও মিঠাপানির ছড়া এলাকার মো. হুমায়ূন কবির (১৯)।

ইব্রাহীম খান আরও জানান, ফলের কার্টনে প্রচুর পরিমানে ইয়াবা ট্যাবলেট ঢাকা হয়ে গাজীপুরে নেওয়া হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, “অভিযানে গ্রেপ্তার দুজনকে আটক করে তাদের সঙ্গে থাকা ফলের কার্টন তল্লাশি করা হয়। দেখা যায়- মাল্টা, ডালিম ও আপেল কেটে ভেতরে ফাঁকা জায়গা তৈরি করে সেখানে পলিথিনে মুড়িয়ে ইয়াবা পরিবহন করা হচ্ছে। সব মিলিয়ে সাড়ে ৪ হাজার ইয়াবা পাওয়া যায়।”

এ ঘটনায় গাজীপুরের বাসন থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।