জয়পুরহাটে নেশা জাতীয় ইনজেকশন পাচার করায় যাবজ্জীবন

ফরহাদ ভারত থেকে ‘বুপ্রেনরপিন’ ইনজেকশন চোরাচালানের মাধ্যমে দেশে পাচার করছিলেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2023, 10:25 AM
Updated : 22 March 2023, 10:25 AM

জয়পুরহাটে নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এই রায় দিয়েছেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল। 

দণ্ডপ্রাপ্ত ফরহাদ আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া দর্শনা গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার নথির সূত্রে পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০১৮ সালের ১০ জুলাই ফরহাদ আলী নেশা জাতীয় ‘বুপ্রেনরপিন’ ইনজেকশন ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে পাচার করছিলেন। 

এ সময় পাঁচবিবি উপজেলার চেঁচরা এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪০টি ইনজেকশনসহ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পরের দিন পাঁচবিবি থানায় একটি মাদক মামলা করা হয়। 

এ মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত তার যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন বলে জানান পিপি নৃপেন্দ্রনাথ।