বরিশালের উজিরপুর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় বাসের চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে বরগুনা বাসস্ট্যান্ড থেকে মোল্লা ট্রাভেলস পরিবহন বাসের চালক মসিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
গ্রেপ্তার মসিয়ার রহমান (৩৫) বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে।
গত ২১ জুলাই উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে গাজীপুর থেকে কুয়াকাটাগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী মোল্লা ট্রাভেলস পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ছয়যাত্রীর মৃত্যু ও তিনজন আহত হন।
মেজর জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মসিয়ার গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বলেছে, অপর একটি গাড়ি অতিক্রম করার পর মাইক্রোবাসটি সামনে পড়ে যায়। তখন মাইক্রোবাসের মাঝ বরাবর মেরে দিয়েছে।”
এ দুর্ঘটনার দায় মসিয়ারের বলে র্যাবের এ কর্মকর্তা মনে করেন।
মসিয়ারকে বরিশালের গৌরনদী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, মাইক্রোবাসের চালক আসরউদ্দিন সরকারের ছেলে সাব্বির সরকার বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছে। এজাহারে বাস চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে চালিয়ে প্রাণহানি ও আহত করার অভিযোগ আনা হয়েছে।
মসিয়ারকে সোমবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।