বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে মৃত্যু বেড়ে ৬

বরিশালের উজিরপুরে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2022, 03:54 PM
Updated : 21 July 2022, 03:54 PM

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে উজিরপুর থানার ওসি মমিনউদ্দিন জানান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার নতুন শিকার এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে একজন আর রাতে আরও একজন মারা যান।

নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চিত্তেশ্বর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. নুরুল আকন (৪৮), গাজীপুরের কোনাবাড়ী এলাকার উজির আলীর ছেলে রুহুল আমিন (৪৬), গাজীপুরের জোয়ারটেক এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে শহীদুল ইসলাম (৪০), গাজীপুরের কৃষ্ণপুরের মো. আব্দুর রহমানের ছেলে হারুন অর রশিদ (৪০), একই এলাকার আব্দুর রহমান (৪৫) ও মো. হাসান (৩৬)।

হাসপাতালে চিকিৎসাধীন তিনজন হলেন গাজীপুরের জয়েরটেক এলাকার মনির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৩), কোনাবাড়ী এলাকার আব্দুল জব্বারের ছেলে আসরউদ্দিন ও চন্দ্রীপুরের আবুল হোসেনের ছেলে সিয়াব (২০) ও অজ্ঞাত একজন।

হতাহত সবাই আত্মীয়-স্বজন। তারা মাইক্রোবাসে করে ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিলেন। পথে সামনের একটি চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।

এ ঘটনায় স্বজনরা মামলা না করলে পুলিশ মামলা করবে বলে ওসি মমিনউদ্দিন জানান।