হবিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে আগুনে ১০ ঘর পুড়ে ছাই

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2023, 12:42 PM
Updated : 27 April 2023, 12:42 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১০টি ঘর পুড়ে ছাই হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকালে পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানিপুর পায়রাটিলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম।

ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ ইব্রাহিম বলেন, “সকাল ৯টার দিকে হঠাৎ করে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগে। পরে তা মুহূর্তের মধ্যেই আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

“প্রকল্পের ৫০টি ঘরের মধ্যে ১০টি ঘর পুড়ে যায়। সেইসঙ্গে ঘরে থাকা সব মালামাল ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

আশ্রয়ণ প্রকল্পটি পাহাড়ের উঁচুতে হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে খবর পেয়ে বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মো. মুদ্দত আলী, পুটিজুরী পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম।