এ চার জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।
Published : 23 Jan 2024, 04:36 PM
মধ্য জানুয়ারি থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ; কোথাও কোথাও বইছে শৈত্যপ্রবাহ।
এ পরিস্থিতিতে স্কুলগামী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
টাঙ্গাইলে সোমবার থেকে বুধবার, ঠাকুরগাঁওয়ে বুধবার ও বৃহস্পতিবার, রংপুরে মঙ্গলবার থেকে বুধবার এবং খুলনায় তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না উঠা পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন।
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল বন্ধের ঘোষণা আসে।
সেখানে বলা হয়, পঞ্চগড় ও রংপুর জেলার আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ও ২৫ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকবে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে।
তাই বুধবার ও বৃহস্পতিবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবেন।
রোববার থেকে বিদ্যালয়ে পাঠদান যথারীতি চলবে। তবে আবহাওয়া পূর্বাভাসে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার আশঙ্কা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, “তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দুইদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।”
এদিকে টাঙ্গাইলে মঙ্গলবার ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা জেলায় এ মৌসুমের সর্বনিম্ন বলে জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান।
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, “তাপমাত্র সর্বনিম্ন থাকায় শিক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।”
অন্যদিকে, খুলনায় মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জেলা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানিয়েছেন।
আর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় বলে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম জানান।
তিনি বলেন, মঙ্গলবার থেকে যে কয়দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠবে, তত দিন পর্যন্ত জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
খুলনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক রুহুল আমিন বলেন, ”তাপমাত্রা কমে যাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী বিভাগের যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”
রংপুর বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার জেলায় তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শীত ও ঠান্ডার তাপমাত্রা স্বাভাবিক হলে আবারও যথারীতি পাঠদান চালু করা হবে।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “শীতের কারণে পাঠদান বন্ধ ঘোষণা করা হলেও স্কুল খোলা থাকবে। তাপমাত্রা বাড়লে বুধবারের পর থেকে বিদ্যালয় আবার স্বাভাবিক নিয়মে চলবে।
“শিক্ষকদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সজাগ থাকার জন্য বলা হয়েছে। আমরা শীতের মধ্যে শিশু শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখার নির্দেশ গুরুত্বসহকারে দেখছি।”