এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে একদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
Published : 21 Jan 2024, 12:14 AM
রাজশাহীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া ২১ ও ২২ জানুয়ারি মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার সব প্রাথমিক বিদ্যালয় ২১ জানুয়ারি বন্ধ থাকবে।
শনিবার সন্ধ্যায় শিক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর এ নিয়ে আদেশ জারি করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী।
আদেশে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২১ ও ২২ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে থাকবে। ফলে এ দুই দিন জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে রোববার। তবে অফিস খোলা থাকবে। আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার সকালে উত্তরের এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিন সকালে ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে প্রকৃতি। বইছে হিমেল হাওয়া। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে কমেছে মানুষের চলাচল। বেলা গড়ালেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান বলেন, ১৩ জানুয়ারি রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর শনিবার সকাল সাড়ে ৭টায় চলতি মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার কুয়াশার মতো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল। ফলে কুয়াশা কেটে গিয়ে তাপমাত্রা একটু কিছুটা বেড়েছিল। তবে শনিবার সকাল থেকে আবারও ঘন কুয়াশা পড়ছে। ফলে তাপমাত্রাও কমে গেছে।
জানুয়ারিজুড়ে এমন আবহাওয়া থাকতে করতে পারে বলেও জানান এ আবহাওয়া কর্মকর্তা।