রেল পুলিশের কর্মকর্তা জানান, গেটম্যান রেলক্রসিংয়ের গেট বন্ধ করে দিলেও রিকশাসহ বেশ কিছু গাড়ি উল্টো পথে চলাচল অব্যাহত রাখে।
Published : 17 Feb 2023, 12:17 PM
ফেনীতে উল্টো পথে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক রিকশাচালক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেনী রেলস্টেশনের অদূরে গুদাম কোয়ার্টার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফেনী রেলস্টেশন জিআরপি ক্যাম্পের এসআই মো. আমজাদ আলী।
নিহত আবদুল হালিম বাগেরহাটের মোড়লগঞ্জের সাওলিয়া এলাকার মশির উদ্দিন শেখের ছেলে। ৫০ বছর বয়সী এই রিকশাচালক ফেনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই আমজাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় গেটম্যান গেট বন্ধ করে দিলেও রিকশাসহ বেশ কিছু গাড়ি উল্টো পথে চলাচল অব্যাহত রাখে।
“এর মধ্যে আবদুল হালিমের রিকশাটি রেললাইনে ওঠার পরপরই ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় রিকশাটি; ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবদুল হালিম।”
খবর পেয়ে রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রেল পুলিশের এই কর্মকর্তা।