লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
Published : 08 Sep 2022, 03:32 PM
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারি এক নারীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পল্লীমঙ্গল এলাকার মোরেলগঞ্জ-বগী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মোড়েলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান।
নিহত মিনারা বেগম (৫০) উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের প্রয়াত আকরাম খলিফার স্ত্রী। তিনি ভিক্ষা করতেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রদক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “দ্রুতগামী একটি মোটরসাইকেল পথচারি মিনারাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।