ফরিদপুরে ‘৫৩ কেজি গাঁজাসহ দুই কারবারি’ আটক

র‌্যাব জানায়, মাদক ছাড়াও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। 

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2023, 11:45 AM
Updated : 26 May 2023, 11:45 AM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব ৮। 

আটক দুজনকে শুক্রবার দুপুরে ফরিদপুরের আদালতে তোলা হয় র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক কেএম শাইখ আকতার জানান। 

এর আগে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার ভাঙ্গা বাজারের নতুন মুরগীরহাট এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।  

আটকরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ধনপুর এলাকার বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানাধীন কবরুয়া এলাকার আলমগীর হোসেন সুফল (৩৪)। 

র‌্যাব ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শাইখ আকতার বলেন, “গোপন সংবাদে জানতে পারি, ফরিদপুরের ভাঙ্গা বাজারের নতুন মুরগীর হাট এলাকায় মাদকের একটি বিশাল চালান প্রোবক্স প্রাইভেটকার করে বিক্রির জন্য নিয়ে আসছে। এ তথ্যে বৃহস্পতিবার রাত ২টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।  

কোম্পানি কমান্ডার বলেন, এ ছাড়া একটি প্রোবক্স প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৭-৯৮৪১), তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম জব্দ করা হয়।  

তিনি আরও বলেন, ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক এনে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছে। 

আটকের পর দুজনকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।