লক্ষ্মীপুরে আইনজীবীকে মারধরের মামলায় কারাগারে কাউন্সিলর

কাউন্সিলর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 12:43 PM
Updated : 13 March 2023, 12:43 PM

লক্ষ্মীপুরে এক আইনজীবীর ওপর হামলা ও মারধরের মামলায় কাউন্সিলরসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

সোমবার লক্ষ্মীপুর মুখ্য বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) মো. ইউসুফ এ আদেশ দেন বলে জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।  

আসামিরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজু ও তার ভাই বিপু পাটওয়ারী। 

মারধরের শিকার আইনজীবী আনাস কামাল লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী এ কে এম ফজলুল করিমের ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য।   

হাসান মাহমুদ জানান, আইনজীবীকে মারধরের মামলার আসামি রিয়াজ পাটওয়ারী উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। 

“রোববার জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে রাজু ও বিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।” 

মামলায় অভিযোগ করা হয়, লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকায় কাউন্সিলর রাজু এবং আইনজীবী কামালদের বাড়ির সামনের রাস্তায় সংস্কার কাজ চলছিল। ২৩ জানুয়ারি সকালে কামালদের জমির ওপর দিয়ে রাস্তা করার সময় তিনি বাধা দেন। এতে রাজুর ছোট ভাই বিপুর সঙ্গে কামালের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। 

পরে বিপু লোকজন নিয়ে ফের কামালের ওপর হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়। 

এ ঘটনায় ওইদিন রাতে কামালের বড় ভাই ওসমান গনি বাদী হয়ে পাঁচজনে নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।