জমির বিরোধে গত শনি ও রোববার দুদফায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
Published : 28 Jul 2023, 10:40 AM
নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান।
৬০ বছর বয়সি নিহত আবুল হাশেম উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কেরাদিঘী গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলী হোসেন জানান, ওই গ্রামের আবুল হাশেমের সঙ্গে প্রতিবেশী সুজন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গত শনি ও রোববার দুদফায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবুল হাশেম, এমদাদ মিয়া, রফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আবুল হাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, সুজন মিয়াকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন আবুল হাশেমের ছেলে সোহাগ মিয়া।