টাঙ্গাইলে মহিষের আক্রমণে নারী নিহত, মারা হলো মহিষটিও

এ ঘটনার পর প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় মহিষটিকে মেরে ফেলা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2023, 07:20 PM
Updated : 22 Jan 2023, 07:20 PM

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মহিষের আক্রমণে এক নারী নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর মহিষটি মেরে ফেলা হয় বলে পুলিশ জানিয়েছে।

রোববার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান।

নিহত হাজেরা বেগম (৫০) তারুটিয়া গ্রামের আজগর আলীর স্ত্রী। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি নাসির উদ্দিন জানান, সকাল থেকে একটি পাগলা মহিষ লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে জনসাধারণের উপর আক্রমণ করতে থাকে। এ সময় মহিষটির আক্রমণে অন্তত পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“এদের মধ্যে বিকালে ৩টার দিকে মির্জাপুরের কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়।”

খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় মহিষটিকে মেরে ফেলা হয়েছে বলে ওসি নাসির জানান।