‘যুবলীগের ধাওয়ায় পালাতে গিয়ে’ মাইক্রোবাসে ধাক্কা, ছাত্রদল নেতার মৃত্যু

অভিযোগ অস্বীকার করে যুবলীগ দাবি বলছে, এ ঘটনায় তাদের কেউ জড়িত নয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2022, 09:18 AM
Updated : 4 Nov 2022, 09:18 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলের পর যুবলীগের নেতা-কর্মীদের ধাওয়ায় পালাতে গিয়ে মাইক্রোবাসে ধাক্কা খেয়ে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাসান নামের ওই ছাত্রদল নেতার মৃত্যু হয়। 

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত এক তরুণ রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷ তার মুখমণ্ডল, মাথা, বুকে গুরুতর আঘাতের ক্ষত ছিল।“ 

নিহত ১৮ বছর বয়সী অমিত উপজেলার চরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

অমিত কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন বলে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান জানিয়েছেন। 

ঘটনার বর্ণনায় নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার রাত ৮টার দিকে রূপগঞ্জের ভুলতা চৌরাস্তায় মশাল মিছিল করে উপজেলা ছাত্রদল৷ মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের মুন্সির পাম্পের সামনে গিয়ে শেষ হয়৷ 

“মিছিল শেষে নেতা-কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখন ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল সিকদারের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েকটি মোটরসাইকেলে এসে অস্ত্র ও লাঠিসোটা হাতে হামলা চালায়৷ এ সময় যে যার মতো পালাতে থাকেন৷” 

অমিতও দৌঁড়ে পালানোর চেষ্টা করলে একটি চলন্ত মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন বলে ছাত্রদলের এ নেতা জানান।   

নাহিদ আরও বলেন,“অমিতকে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়৷ সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় ছাত্রদলের আরও কয়েকজন আহত হয়েছে।“ 

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মেডিকেল কলেজ থেকে জানানো হয়েছে, মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে আহত একজন মারা গেছেন৷ তবে হামলার কোনো খবর আমরা পাইনি৷” 

হামলার অভিযোগ অস্বীকার করে ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকালে আমরা সবাই ভুলতা গাউছিয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী স্যারের মিটিংয়ে ছিলাম৷ মিটিং শেষ হয় সন্ধ্যা ৭টায়৷ 

“এরপর আমরা এলাকায় ফিরলেও ঘটনাস্থল পর্যন্ত যাইনি। কাউকে ধাওয়াও দেইনি। এ ঘটনায় আমাদের কেউ জড়িত না৷”