আদেশ লঙ্ঘিত হলে অস্ত্র আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্জ্ঞিপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Published : 12 Aug 2023, 04:29 PM
জাতীয় শোক দিবসকে সামনে রেখে গোপালগঞ্জে লাইসেন্সধারীদের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শণের উপর ছয়দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২০২৩ পালন উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সফর করবেন। এ সফর উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে অস্ত্র আইন, ১৮৭৮ এর ধারা ১৭ (ক) (১) অনুযায়ী গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ১১ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত মোট ছয়দিন অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”
এ আদেশ লঙ্ঘিত হলে অস্ত্র আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন ম্যাজিস্ট্রেট।