বরিশালে `অজ্ঞান পার্টি’র দুই সদস্য আটক

র‌্যাবের একটি দল হাতে-নাতে সোহাগকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি
Published : 1 Nov 2022, 08:48 AM
Updated : 1 Nov 2022, 08:48 AM

বরিশালে বাস যাত্রীদের অজ্ঞান করে টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেওয়া চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। 

মঙ্গলবার বেলা ১১টায় র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদ হাসান। 

আটকরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার মাছের খাল এলাকার বাসিন্দা সোহাগ ঘরামী (৪০) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকার বিপ্লব অধিকারী (৪০)। 

র‌্যাব-৮ অধিনায়ক জানান, সোমবার উজিরপুরের চানচুড়িয়া গ্রামের ইদ্রিসুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম ইমন ঝালকাঠি থেকে একটি বাসে বরিশালের উদ্দেশে রওনা দেন। তার সঙ্গে ছিলো বাবার চিকিৎসার জন্য নানা বাড়ি থেকে আনা ৩০ হাজার টাকা। 

পথে ইমনকে টার্গেট করেন অজ্ঞান পার্টির মূলহোতা সোহাগ। তিনি কৌশলে বাসে ইমনের পাশের সিটে গিয়ে বসে তার সঙ্গে আলাপ জুড়ে দেন। এক পর্যায়ে তাকে চেতনানাশক ঔষধ মেশানো ডাবের পানি খাওয়ায়। এতে ইমন অজ্ঞান হয়ে পড়লে তার সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। 

এ সময় র‌্যাবের একটি দল হাতে-নাতে সোহাগকে আটক করে। তার কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

অজ্ঞান অবস্থায় ইমনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদে সোহাগ তার সহযোগিদের নাম প্রকাশ করেছে। এর মধ্যে অন্যতম সহযোগি বিপ্লবকে রাজাপুর থেকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। 

আটক দুজনের বিরুদ্ধে মামলা করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব অধিনায়ক জানিয়েছেন।