দণ্ড পাওয়াদের মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।
Published : 16 Feb 2024, 09:47 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় জুয়া খেলার সময় আটক পাঁচজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ আদেশ দেন বলে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার সিডি খান ইউনিয়নের শাহিন বেপারী (৩০), এনায়েতনগর এলাকার ফাঁসিয়াতলা গ্রামের বাদল হাওলাদার (৩৮), আলীপুর এলাকার পশ্চিম আলিপুরের মহিন সরদার (২৮), এনায়েতনগর এলাকার কালাই সরদার চরের শহিদুল কাজী (৩৫) ও দক্ষিণ কাজীকান্দী গ্রামের বাশার বেপারী (৪৫)।
ওসি নাজমুল জানান, গোপন খবর পেয়ে সমিতির হাটে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
দণ্ড পাওয়াদের মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]