গত ১৯ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত রনি বাবুকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
Published : 09 Nov 2023, 01:34 PM
জয়পুরহাট পাঁচবিবি বাজার থেকে মাদকের মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জানিয়েছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।
গ্রেপ্তারকৃত রনি বাবু পাঁচবিবি উপজেলার কালিঘাটা বড় পুকুড়িয়া গ্রামের মৃত উলাউদ্দিনের ছেলে।
মেজর সাদিক জানান, ২০২০ সালের ২ ফ্রেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় বিজিবি চেকপোস্টে একটি বাস থামিয়ে তল্লাশী করা হয়। এ সময় রনি বাবুর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০টি ‘অ্যাম্পুল’ পেয়েছিল বিজিবি সদস্যরা।
দীর্ঘ শুনানির পরে গত ১৯ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দিন ‘মাদক ব্যবসায়ী’ রনি বাবুকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। তারপর থেকে রনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।