জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
Published : 20 Oct 2023, 02:56 PM
নাটোরের বড়াইগ্রামে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে তিন জনকে কারাদণ্ড এবং ১২ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়।
শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোখাড়া ও লক্ষ্মীকুল বাজারে র্যাবের সহযোগিতায় বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল রাসেল বলেন, লক্ষ্মীকুল বাজারে সোহেল রানার দোকানের গুদাম থেকে ৩ হাজার ১২০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৮ লক্ষ টাকা।
সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মৌখাড়া বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ১২ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড ও দুই জনকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেখান থেকেও বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছে বলে এলাকাবাসীর বরাত দিয়ে জানান উপজেলা প্রশাসনের ওই শীর্ষ কর্মকর্তা।
পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।