জনি জেলা হাসপাতালে ও ছামিউল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
Published : 13 Nov 2023, 04:01 PM
জয়পুরহাটে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার দুর্গাদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট থানার ওসি হুমায়ূন কবির জানান।
নিহতরা হলেন- ওই উপজেলার ছাওয়াল পাড়ার মোকছেদ আলীর ছেলে জনি হোসেন (৩৫) ও নওগাঁর বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে ছামিউল ইসলাম (২৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হুমায়ূন বলেন, জনি দুর্গাদহ বাজারে মোটরসাইকেল মেরামতের একটি ওয়ার্কশপে কাজ করতেন। তিনি ভাদসা এলাকা থেকে তার ওয়ার্কশপের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে ছামিউল মোটরসাইকেল নিয়ে দুর্গাদহ থেকে তার বাড়িতে যাচ্ছিলেন।
পথে জয়পুরহাট-বদলগাছি আঞ্চলিক সড়কের ওই এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, এতে গুরুতর আহত হন জনি ও ছামিউল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
আহত ছামিউলের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।