সাভারে পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, আহত ১৫

পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2023, 05:21 PM
Updated : 10 March 2023, 05:21 PM

ঢাকার আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৫ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার বিকালে গনকবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জহিরুল ইসলাম।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

জহিরুল ইসলাম বলেন, স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে ছাদ ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। নির্মাণাধীন ভবনের ১০তলা ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়েছে। এতে অন্তত ১৫ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

ভবনের নিচে কেউ চাপা পড়ছে কিনা বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করার কথা জানান এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।

“কেউ মিসিং নেই। আহতদের আঘাতও গুরুতর মনে হয়নি। তাদের অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

ঘটনাস্থলে নির্মাণাধীন ভবনের প্রকৌশলী ও ঠিকাদার না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম বলেন, “বিকালে ছাদের কিছু অংশ ভেঙে পড়ে। এতে কেউ নিহত হয়নি; কয়েকজন আহত হয়েছে।”

এই সিকিউরিটি অফিসার জানান, ভবনটি হাসপাতালের জন্য নির্মাণ করা হচ্ছিল। ২০১৬ সালে ভবন নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদারির প্রতিষ্ঠান স্টার লাইট কোম্পানি কাজটি করছে।

ছাদ ধসের বিষয়টি শোনার কথা জানিয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেছেন, “আমাদের প্রতিষ্ঠানের মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ হচ্ছে।”